দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্যপদে খানসামা উপজেলা থেকে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন ও তাদের সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খালেদ মোহাম্মদ জাকী।
নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা হলেন শাহরিয়ার জামান নিপুণ শাহ, আজিজুর রহমান, বাবলুর রহমান ও সারমিন আক্তার।
শাহরিয়ার জামান নিপুণ শাহ প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আকবর আলী শাহয়ের নাতি ও বিশিষ্ট সমাজসেবক।আজিজুর রহমান উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী। বাবলুর রহমান উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এবং সারমিন আক্তার ঠিকাদার ও সাংবাদিক।
জানা গেছে, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা পরিষদ নির্বাচনে সদস্যপদে এই উপজেলা প্রতিদ্বন্দ্বিতা থেকে চারজন করবেন। গত ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ২২ থেকে ২৪ সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি, ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ এবং আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ছয়টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।