Top

খানসামায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

২০ সেপ্টেম্বর, ২০২২ ১:৩১ অপরাহ্ণ
খানসামায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির জন্য দিনাজপুরের খানসামায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, প্রণোদনা কার্যক্রম বাস্তবায়নের আওতায় উপজেলার ছয় ইউনিয়নের মোট ৩০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হবে। উপকারভোগী ০১জন কৃষক কে ০১ বিঘা জমির জন্য ০৫কেজি মাসকলাই বীজ, ১০কেজি ডিএপি সার ও ০৫কেজি এমওপি সার প্রদান করা হবে৷

ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, কৃষি কর্মকর্তা বাসুদেব রায়,অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক, উপকারভোগী কৃষকগণ প্রমুখ।

শেয়ার