Top

এবার কক্সবাজারের পালংখালী সীমান্তে গোলার শব্দ

২০ সেপ্টেম্বর, ২০২২ ৪:৩৮ অপরাহ্ণ
এবার কক্সবাজারের পালংখালী সীমান্তে গোলার শব্দ
নিজস্ব প্রতিবেদক :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, তুমব্রু, বাইশফাঁড়ির পর এবার কক্সবাজারের উখিয়া পালংখালী সীমান্ত এলাকায় শোনা যাচ্ছে মিয়ানমারের গোলার শব্দ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তঘেঁষা এপারের মানুষের মধ্যে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পালংখালীর আঞ্জুমান পাড়ার সীমান্তে বসবাসকারীরা ভারী অস্ত্র ও গোলার শব্দ শুনতে পান বলে জানিয়েছেন।

স্থানীয়দের বরাতে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীব বিষয়টি নিশ্চিত করেছেন।

উখিয়া পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর চৌধুরী বলেন, ‘তুমব্রু পর এবার উখিয়া পালংখালীর আঞ্জুমান পাড়ার সীমান্তে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। সীমান্তের মানুষজন যাতে ভয় না পায়, সেজন্য বোঝানো হচ্ছে। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে।’

ইউএনও ইমরান হোসাইন বলেন, ‘স্থানীয়রা সকালে উখিয়া সীমান্তে গোলাগুলির শব্দ পাওয়ার কথা অবহিত করেছে। এখানে সীমান্তের ৩০০ মিটারের ভেতরে প্রায় ১০০ পরিবার রয়েছে। আমরা তাদের খোঁজখবর রাখছি। পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।’

এদিকে সকাল থেকে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তেও গোলাগুলির খবর পাওয়া গেছে।

মাসখানেক ধরে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে উত্তেজনা চলছে। সীমান্তের ওপারে মিয়ানমার থেকে মর্টার শেল, গোলাগুলিসহ নানা ভারী অস্ত্রের আওয়াজে এপারের ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ও বাইশপারী এলাকার মানুষ দিন কাটাচ্ছে আতঙ্কে।

বেশ কয়েকবার মিয়ানমার রাখাইন রাজ্যের পাহাড় থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশের ভূখণ্ডেও এসে পড়েছে। সবশেষ শুক্রবার রাতে তুমব্রুর কোনারপাড়া সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া মর্টার শেলে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের এক যুবক নিহত হন। আহত হয় রোহিঙ্গা শিশুসহ ৫ জন।

এ ঘটনায় নাইক্ষ‍্যংছড়ির সীমান্ত থেকে স্থানীয় ৩০০ পরিবারের প্রায় দেড় হাজার সদস্যকে সরিয়ে নিরাপদ স্থানে নেয়ার কথান ভাবছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে কক্সবাজারের উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে সীমান্তবর্তী ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র।

সীমান্তে উত্তেজনার ঘটনায় ঢাকায় মিয়ানমার রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চারবার তলব করা হয় এবং তীব্র প্রতিবাদ জানানো হয় সরকারের পক্ষ থেকে।

এর প্রেক্ষিতে সোমবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে সীমান্ত পরিস্থিতির ব্যাখ্যা করেছে মিয়ানমার। সেখানে দেশটি সীমান্তে গোলা নিক্ষেপে দেশটির সেনাবাহিনী জড়িত নয় বলে দাবি করেন দেশটির কর্মকর্তারা।

বাংলাদেশের ভূখণ্ডে মর্টার শেল নিক্ষেপের বিষয়ে বৈঠকে জ ফিউ উইন দাবি করেন, আরাকান আর্মি ও আরসা বাংলাদেশ-মিয়ানমারের বিদ্যমান ‘আন্তরিক সম্পর্ককে’ নষ্ট করার উদ্দেশ্যে হামলাগুলো চালিয়েছে।

 

বিপি/ এমএইচ

 

শেয়ার