Top

ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ ২ নভেম্বর

২১ সেপ্টেম্বর, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ
ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ ২ নভেম্বর
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২ নভেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাস।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর, বাছাই ১০ অক্টোবর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১৭ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। এর আগে ২০১৭ সালের ৩০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিতব্য ফটিকছড়ি পৌর নির্বাচনে এবারের ভোটার সংখ্যা ৩৯ হাজার।

শেয়ার