Top
সর্বশেষ

৬ মাসের সাজা এড়াতে আত্মগোপনে ৮ বছর

২২ সেপ্টেম্বর, ২০২২ ৩:৫৭ অপরাহ্ণ
৬ মাসের সাজা এড়াতে আত্মগোপনে ৮ বছর
চট্টগ্রাম প্রতিনিধি :

নোয়াখালীর সুধারাম থানায় দায়ের হওয়া মাদক মামলায় ৬ মাসের সাজা পেয়েছিলেন মো. জিয়া (৫৭)। সেই সাজা থেকে বাঁচতে তিনি পালিয়ে আত্মগোপনে ছিলেন আট বছর। তবে শেষ পর্যন্ত পুলিশের কাছে ধরা পড়েছেন তিনি। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোর রাতে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. জিয়া আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ এলাকার মৃত এমবি তৌহিদের ছেলে।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর বলেন, ২০১৩ সালে নোয়াখালীর সুধারাম থানায় দায়ের হওয়া মাদক মামলায় মো. জিয়াকে ২০১৫ সালের ১৪ জানুয়ারি ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। তবে ওই রায়ের আগে থেকেই আত্মগোপন করেন জিয়া। আট বছর ধরে আত্মগোপনে থাকা এ আসামিকে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে গ্রেপ্তার করা হয়। আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

শেয়ার