Top
সর্বশেষ

ফরিদগঞ্জে খাবার না পেয়ে শিশুর আত্মহত্যা

২২ সেপ্টেম্বর, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ
ফরিদগঞ্জে খাবার না পেয়ে শিশুর আত্মহত্যা
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক অনটন ও মায়ের কাছে খাবার না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে ১২ বছরের শিশু আত্মহত্যা করেছে। আত্মহত্যার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই মো. নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।

২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলি এলাকার খাল পাড়ের বাড়ীর রুবেল হোসেনের বড় ছেলে মোহাম্মদ তারেক হোসেন (১২) আত্মহত্যা করেছে।

তারেকের বাবা রুবেল হোসেন জানান, অভাব অনটনের জন্য ছেলেকে পড়া- লেখা করাতে পারি নাই, ঘরে প্রায় সময় খাবারের অভাব থাকতো। আজ সকালে ছেলে তারেক তার মায়ের কাছে খাবার চায়, কিন্তু তার মা ছেলেকে কিছু না দিতে পারায় ছেলে তার মায়ের সাথে ছেঁচামেছি করে এবং ছেলেকে তার মা বকাঝঁকা করে। পরে ঘরে থাকা মাফলার দিয়ে আড়ার সাথে আত্মহত্যা করে তারেক হোসেন।

তিনি আরো বলেন, আমার অভাব অনটনের সংসারে ৪ সন্তান। এদের মধ্যে ২ ছেলে ২ মেয়ের মধ্যে তারেক সবার বড়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার