Top
সর্বশেষ

চিলমারীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

২৪ সেপ্টেম্বর, ২০২২ ১২:৫৫ অপরাহ্ণ
চিলমারীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি :

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে কুড়িগ্রামের চিলমারীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। তবে আগের চেয়ে কাজ বাড়লেও ব্যয় বাড়ায় তারা খরচ নিয়ে শঙ্কিত।

সরেজমিন দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় মন্দিরে মন্দিরে মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ চলছে। দেবী দুর্গার প্রতিমা ছাড়াও কার্তিক, গনেশ, লক্ষ্মী ও সরস্বতীসহ অন্যান্য প্রতিমা তৈরির কাজ করছেন শিল্পীরা।বেশিরভাগ মন্দিরেই মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে।

উপজেলা পূজা উদ্যাপন কমিটির তথ্যমতে, এবার উপজেলার ৩০টি মণ্ডপে শারদীয়দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চিলমারী উপজেলা শাখার সভাপতি শ্রী সচীন্দ্র নাথ বর্মণ বলেন, বর্তমান সরকার তাঁদের সার্বিকভাবে সহযোগিতা করছে। তবে আগের চেয়ে খরচ বাড়ায় ব্যয় বাড়বে জানান তিনি।

চিলমারী থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, হিন্দুধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ দৃষ্টি রাখছে। তাদের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার