“নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় জাতীয় মীনা দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় শাল্লা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার গণমিলনাতয়নে জাতীয় মীনা দিবস-২০২২ উপলক্ষে গল্প বলার আসর অনুষ্ঠিত হয়।
জাতীয় মীনা দিবস-২০২২ শাল্লা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের সভাপতিত্বে ও বাহাড়া মধ্য হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চম্পা রাণী তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এডভোকেট দিপু রঞ্জন দাস ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ শাল্লা। সর্দার ফজলুল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, শাল্লা উপজেলা। মোঃ আবু রায়হান, শাল্লা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা।
আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।