Top
সর্বশেষ

মিরসরাইয়ে বিদ্যুৎতায়িত হয়ে এক কিশোরের মৃত্যু

২৪ সেপ্টেম্বর, ২০২২ ৬:২১ অপরাহ্ণ
মিরসরাইয়ে বিদ্যুৎতায়িত হয়ে এক কিশোরের মৃত্যু
মিরসরাই প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহরাব হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মেহরাব উপজেলার মিঠানালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সৌরভ হোসেনের ছেলে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় বারিয়ারহাট বাজারের দক্ষিণ পাশে চিনকিআস্তানা এলাকায় সিদ্দীকুল্লার অটোরিক্সা গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে মারা যায় এই কিশোর। বাবার কাজের সূত্রে মধ্যম জামালপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতো তারা।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, সকালে অটোরিক্সা গ্যারেজে ঘুরতে এসে বিদ্যুতায়িত হয়ে মেহরাব হোসেন নামের এক কিশোর গুরতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন জানান, অটোরিক্সার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়ছে এমন খবর পেয়ে হাসপাতাল থেকে মৃতদেহ হেফাজতে নিই আমরা। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ওই কিশোরের লাশ তার পরিবারকে হস্তান্তর করা হয়।

শেয়ার