Top
সর্বশেষ

সাংবাদিক ইলিয়াসের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আনোয়ারায় মানববন্ধন

২৫ সেপ্টেম্বর, ২০২২ ৬:২৬ অপরাহ্ণ
সাংবাদিক ইলিয়াসের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আনোয়ারায় মানববন্ধন
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতন, মামলা হামলা এবং দৈনিক যুগান্তর ও সিপ্লাসের লামা প্রতিনিধি মোঃ ইলিয়াস আরমানের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আনোয়ারা কর্মরত সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর বারোটার সময় উপজেলা পরিষদের সামনে আনোয়ারা কর্মরত সাংবাদিকদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দৈনিক যুগান্তরের আনোয়ারা প্রতিনিধি রতন কান্তি দাশের সভাপতিত্বে আনোয়ারা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দৈনিক সময়ের আলোর প্রতিনিধি এনামুল হক নাবিদের সঞ্চলনায় বক্তব্য রাখেন আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি দৈনিক আজাদীর প্রতিনিধি এম নুরুল ইসলাম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক পূর্বকোণ প্রতিনিধি হুমায়ুন কবির সুমন শাহ্।

এসময় উপস্থিত ছিলেন, বিজয় টিভির আনোয়ারা প্রতিনিধি মোঃ সোহেল, দৈনিক সংবাদের প্রতিনিধি ফরহাদুল ইসলাম, সি প্লাস টিভি প্রতিনিধি রেজাউল করিম সাজ্জাদ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জাহিদ হাসান হৃদয়, দৈনিক খোলাকাগজ প্রতিনিধি রিয়াদ হোসেনসহ আনোয়ারায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।

শেয়ার