Top
সর্বশেষ

মীরসরাইয়ে ৮৯টি মন্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

২৫ সেপ্টেম্বর, ২০২২ ৭:২২ অপরাহ্ণ
মীরসরাইয়ে ৮৯টি মন্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি
মীরসরাই প্রতিনিধি :

শরতের উজ্জ্বল আকাশে সাদা মেঘের আনাগোনার মধ্যে, কাশফুলের শুভ্র আন্দোলনের সাথে তাল মিলিয়ে বাঙলা পঞ্জিকায় বছর ঘুরে আসে শরৎ। প্রকৃতিতে ঋতুর রানি শরতের আগমনেই সনাতন ধর্মালম্বীদের মনে দোলা দেয় দশভুজা মহামায়া ত্রিনয়নী দেবীর আবাহনী। জানান দেয় শারদীয় উৎসবের।

দুর্গতিনাশিনী দেবীর আগমনী বার্তায় ভক্তকূলে আনন্দের জোয়ার সৃষ্টি হয় । এবারও তার ব্যত্যয় ঘটেনি চট্টগ্রামের প্রবেশদ্বার মীরসরাইয়ে । গতবছর থেকে একটি পূজা বেড়ে ৮৯ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে প্রতিমা শিল্পীরা তুলির শেষ আঁছড়ে ও সাজপোশাকে প্রতিমাকে দিচ্ছে পূর্ণ রূপ । প্রতিমা সাজানীকে ঘিরে নির্ঘুম রাত কাটাচ্ছে শিল্পীরা । পূজা মন্ডপে ইতিমধ্যে শেষ হয়েছে ডেকোরেটার্স, লাইটিংয়ের চুড়ান্ত প্রস্তুতি । আগামী ১ অক্টোবর শনিবার থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা।

তবে এবার পূজায় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আলোকসজ্জা কমানো, প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসাসহ সরকারি নিদের্শনা মেনে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ও মীরসরাই থানার অর্ন্তগত ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় অবস্থিত ৮৯টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গাৎসবের প্রস্ততি চলছে । এরমধ্যে জোরারগঞ্জ থানা এলাকায় পূজা মন্ডপ রয়েছে ৪৯ টি ও মীরসরাই থানার আওতায় রয়েছে ৪০টি পূজা মন্ডপ । এগুলোর মধ্যে ৮৪টি পূজা মন্ডপে প্রতিমা পূজা হবে । বাকি ৫টিতে হবে ঘট (প্রতিমা বিহীন) পূজা।

প্রতিমা তৈরির কারিগর সুশান্ত পাল জানান, তিনি প্রতি বছর দেশের বিভিন্ন জেলা উপজেলায় ২০-২৫টি মন্ডপে প্রতিমার তৈরি করে থাকি। গত দুইবছর করোনা মহামারীর জন্য সীমিত বাজেটে প্রতিমা তৈরি করলেও এবার বড় বাজেটে প্রতিমা তৈরি করছে অনেক মন্ডপে।

উত্তর দুর্গাপুর সিদ্ধেশ্বরী কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক রতন চন্দ্র দাশ জানান, প্রতিবারে মতো এবারো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ চলছে । সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে আসন্ন শারদীয়া দূর্গা পূজা উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছি।

জোরারগঞ্জ ইউনিয়ন পূজা কমিটি ও দেওয়ানপুর সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম কমিটির সভাপতি বাবুল সেন জানান, মহাপঞ্চমীতে দেবীর বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসবের শুরু পরদিন মহাষষ্ঠী পূজা থেকে মন্ডপে মন্ডপে বেজে উঠবে ঢাকঢোল আর কাঁসার শব্দ । প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব।

মীরসরাই উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার বলেন, ইতিমধ্যে একাধিক প্রস্তুতিমূলক সভায় করেছি । এবার ওচমানপুর ইউনিয়নের পূর্ব সাহেবপুর গ্রামে ১টি পূজা বেড়ে ৮৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এবার সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ে আলোকসজ্জ্বা কমানো, সিসি ক্যামেরা স্থাপনসহ সকল পূজা মন্ডপের কমিটিকে নিরাপত্তা নিশ্চিত করতে নিদের্শনা দেয়া হয়েছে।

এ ব্যাপারে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন ও মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, মীরসরাইয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের লক্ষ্যে পূজা কমিটির পাশাপাশি উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী তদারকি করছে। পূজা কমিটির তথ্যমতে ৮৯টি পূজা মন্ডপের মধ্যে কোনো ঝুঁকিপূর্ণ মন্ডপ নেই । তবে সব পূজা মন্ডপকে সরকারি নির্দেশনা মেনে এবং নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপনের নিদের্শনা প্রদান করা হয়েছে।

 

শেয়ার