Top
সর্বশেষ

চাটখিলের শাহাপুরে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

২৬ সেপ্টেম্বর, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ
চাটখিলের শাহাপুরে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সোমপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে শাহাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ হায়দার সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে ছিলেন উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির।

এ ছাড়া উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ উল্যা পাটোয়ারী, আহসান হাবিব সমিরসহ ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করার জন্য সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব তৈরি করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শেয়ার