Top
সর্বশেষ

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে প্রতিক বরাদ্দ

২৬ সেপ্টেম্বর, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ
শেরপুর জেলা পরিষদ নির্বাচনে প্রতিক বরাদ্দ
শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। এসময় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাহেলা আক্তার, সহকারী রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার শানিয়াজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকালে চেয়ায়ম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট চন্দর কুমার পালকে আনারস প্রতীক, আওয়ামীলীগের বিদ্রোহী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক হুমায়ুন কবির রুমানকে মোটরসাইকেল, ৩ নং ওয়ার্ডের (নকলা উপজেলা) সদস্য আব্দুর রশিদ সরকারকে টিউবওয়েল প্রতীক বরাদ্দসহ অন্যান্য প্রর্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

প্রতীক বরাদ্দের সময় আওয়ামীলীগের প্রার্থী চন্দন কুমার পালের সাথে দলের সহ সভাপতি ফকরুল মজিদ খোকন, নাসরিন রহমান, শামিম আহমেদসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির রুমানের পক্ষে প্রতীক বরাদ্দ নেন শেরপুর পৌরসভার প্যানেল মেয়র কামাল হোসেন।

শেরপুর জেলা পরিষদের এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ৫ ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ১৭ জন এবং ২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন প্রতিন্দন্দ্বীতা করছেন। এছাড়া ১ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য ফারহানা পারভিন মুন্নি বিনা প্রতিন্দন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

শেয়ার