Top

নোয়াখালীতে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন

২৬ সেপ্টেম্বর, ২০২২ ৮:৩৭ অপরাহ্ণ
নোয়াখালীতে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন
নোয়াখালী প্রতিনিধি :

আসন্ন জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। ভোট যুদ্ধে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু (চশমা) ও আওয়ামী লীগ নেতা আলাবক্স তাহের টিটু (আনারস) প্রতীক নিয়ে লড়ছেন।

এদিকে কোন প্রতিদন্দ্বী না থাকায় সদস্য পদে এককভাবে চাটখিল থেকে মাসুদুর রহমান শিপন ও হাতিয়া থেকে মহি উদ্দিন মুহিন নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের কার্যালয়ে প্রথমে লটারির মাধ্যমে চেয়ারম্যানদের ও পরে সদস্যদের প্রতীক বরাদ্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, রির্টানিং কর্মকর্তা।

জানা গেছে, নির্বাচনে মনোয়নপত্র জমা দেওয়ার পর যাচাই বাছাইয়ের ও প্রত্যাহারের পর চেয়ারম্যান পদে দুই জন, সাধারণ সদস্য পদে ২৭জন ও সংরক্ষিত সদস্য পদে ১৫জন নির্বাচনে অংশগ্রহণের জন্য চুড়ান্ত মনোনিত হন। প্রাথমিক যাচাই বাছাইয়ের সময় ব্যাংকের ঋণ খেলাপির অভিযোগে মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয় আলাবক্স তাহের টিটুর। পরবর্তীতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেও টিকে নি টিটুর মনোনয়ন। গত রোববার রাতে টিটুর আবেদনের প্রেক্ষিতে তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন উচ্চ আদালত (হাইকোর্ট)। পরে হাইকোর্টের আদেশ পুনঃরায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ, সোমবার ওই আবেদনের শুনানি করেন বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত। শুনানি শেষে টিটুর মনোনয়নের স্থগিতাদেশের আবেদন প্রত্যাহার করে মনোনয়নের বৈধতাদেশ বহাল রাখেন।

উল্লেখ্য, চলতি বছরের আগামী ১৭ অক্টোবর জেলার ৯টি কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলায় মোট ভোটার সংখ্যা ১৩০৬ জন, যারমধ্যে পুরুষ ৯৯৮ আর নারী ভোটার রয়েছেন ৩০৮ জন।

 

শেয়ার