Top

শেরপুরে আবারও শুরু হয়েছে নির্বিচারে পাখি নিধন

২৭ সেপ্টেম্বর, ২০২২ ৪:১২ অপরাহ্ণ
শেরপুরে আবারও শুরু হয়েছে নির্বিচারে পাখি নিধন
শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলার জলাশয় ও গ্রাম ও চরাঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমিতে দেখা মেলে নানান প্রজাতির আবাসিক পরিযায়ী পান্থপরিযায়ী পাখির। তবে বর্তমানে জেলা সদরসহ নকলা, শ্রীবরদী ও নালিতাবাড়ি উপজেলার বিভিন্ন খাল বিল ধানক্ষেতে আবার শুরু হয়েছে বুনোপাখি নিধনের মহোৎসব।

দায়িত্বপ্রাপ্ত বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ ও উপজেলা প্রসাশনের নাকের ডগায় ফাঁদ পেতে এসব পাখি ধরা ও বেচাকিনির কাজ চললেও কর্তৃপক্ষ নির্বিকার। অপরদিকে মৎসচাষ ও রক্ষার নামে একশ্রেণীর প্রভাবশালী ব্যক্তি খাল বিল ও পাহাড়ি জলাভূমি ও ফসলের ক্ষেতের উপর জাল টানানোর ফলে এসব জালে প্রায়শই বিপুল সংখ্যক বুনোপাখি জালে আটকে মারা যাচ্ছে। অথচ সরকারী নিয়মানুসারে উন্মুক্ত জলাশয়ে বা ফসলের ক্ষেতে জাল টানানো বা ঘের দেয়া নিষেধ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে শেরপুর সদর উপজেলার পাকুরিয়া, ধলা, গাজীর খামার, ভাতশালা ওরৌহা ইউনিয়নের রৌহা বিল, গারো বিল, দুরঙ্গি বিল, আউরা বাউরা বিল, কেউটা বিল, আমন কুড়া বিল, ইসলি বিল; নালিতাবাড়ি উপজেলার কলসপাড়, নাকশি বিল, গোল্লার বাদ্দ, নন্নী; শ্রীবরদী উপজেলার ঝগড়ার চর, বয়সা বিল, জল কেশর রায়, মিকরি বিল, বালিজুরি, ঝিনাইগাতী উপজেলার দারিয়ার বিল, বালিয়া বিল, নকলা উপজেলার কুরশা বিল এবং গারো পাহাড়ের পানিহাতা, সমশচূঁড়া, গাজনি, তাওয়াকুচা, কর্ণঝোাড়া, বালিজুড়ি গভীর বনাঞ্চলে ফাঁদ পেতে বা বন্দুক দিয়ে একশ্রেণীর প্রভাবশালী মানুষ মাঝে মধ্যেই পাখি শিকার করে। অপরদিকে ব্রহ্মপুত্র নদের দুর্গম চর ভাগলগড়ে বসবাসরত ‘শানদার (বেদে) গোষ্ঠী’র লোকজন নদের পারে বিষটোপ দিয়ে জলনির্ভর পাখিসহ বিভিন্ন প্রজাতির শালিক নির্বিচারে শিকার করে যাচ্ছে।

এ ব্যাপারে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকারের সাথে যোগেযোগ করা হলে, বুনোপাখি ধরা বা কেনাবেচার সুনির্দিষ্ট কোনো অভিযোগ তার কাছে নেই বলে জানান। ইতিপূর্বে পাখি ধরা ও কেনাবেচার ব্যাপারে কয়েকটি অভিযান চালানোর ফলে পাখি ধরা কমে গিয়েছিলো। তিনি এ ব্যপারে তৎপরতা বাড়াবেন বলে জানান।

শেরপুর সদর উপজেলার ইউএনও মেহনাজ ফেরদৌস জানান, মাছ ও ফসল রক্ষার নামে খাল বিলসহ বিভিন্ন জলাশয় বা ক্ষেতে জাল টানানো বা ঘের দেয়া আইনত: নিষিদ্ধ। এ ব্যাপারে তিনি অচিরেই অভিযান চালিয়ে এসব জাল অপরসারন করবেন।

এ বিষয়ে শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির সাধারণ সম্পাদক শহীদুজ্জামান জানান, এখন শরৎকাল খাল বিল নদী নালায় পানি কমতে থাকায় বিপুল সংখ্যক আবাসিক পাখি বিশেষত: শামখোল, বিভিন্ন প্রজাদির বক, পানকৌড়ি, সরালি হাঁস, কোড়া, ডাহুক, মাছরাঙাসহ বিভিন্ন প্রজাতির পাখি মাছ-শামুকসহ নানা জলজ প্রাণীর লোভে ঝাঁক বেঁধে এসব এলাকায় ভিড় জমায়। এই সুযোগে এক শ্রেণীর পাখি শিকারী ফাঁদ পেতে, জাল বিছিয়ে বা পালিত পাখি দিয়ে নানা প্রজাতির পাখি ধরে বাজারে নিয়ে বিক্রি করে। এসব এক শ্রেণীর লোকের পেশা। এছাড়াও চোরা শিকারীরা বন্দুক দিয়ে পাখি শিকার করে। আমাদের সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমে প্রায় নিয়মিত শিকারিদের কাছ থেকে পাখি উদ্ধার করে প্রকৃতিতে

ছেড়ে দেয়াসহ পাখি শিকার বন্ধে সাধারণ মানুষকে উদ্ভুদ্ধ করার কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের সাথে বারবার যোগাযোগ করা হলেও তাদের উল্লেখযোগ্য কোনো ভূমিকা পালন করতে দেখা যায় না।

 

শেয়ার