Top

কালিহাতীতে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

২৭ সেপ্টেম্বর, ২০২২ ৪:১১ অপরাহ্ণ
কালিহাতীতে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিদি :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহড়া ইউনিয়নের কুটুরিয়া গ্রামের একটি ডোবা থেকে ৬৫ বছরের এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ওই এলাকার কুদরত আলীর ডোবা থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত লাশ একই ইউনিয়নের বলধী জোয়ার্দার পাড়া গ্রামের আনছের আলীর স্ত্রী বুড়িতন (৬৫) এর বলে শনাক্ত করেন তাঁর বড় মেয়ে রাবেয়া।
স্থানীয় কুদরত আলীসহ আরও অনেকেই জানান, পাঁছচারান- বলধী সড়কের কুটুরিয়া সেতুর আগে সড়কের পাশে একটি ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ডোবা থেকে লাশটি উদ্ধার করে। পরে লাশটি গত দুইদিন ধরে নিখোঁজ হওয়া বলধী গ্রামের আলীর স্ত্রী বুড়িতন (৬৫) এর বলে শনাক্ত করেন তাঁর বড় মেয়ে রাবেয়াসহ পাঁচ মেয়ে।

নিহতের বড় মেয়ে রাবেয়া জানান, গত রোববার সকাল থেকে সে নিখোঁজ ছিলেন।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, বুড়িতন দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছেন তাঁর মেয়েরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার