Top
সর্বশেষ

শেরপুরে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

২৭ সেপ্টেম্বর, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ
শেরপুরে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

শেরপুরে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার  সকাল ১১ টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কালেক্টরেক্ট চত্বর থেকে এক বর্নাঢ্য র‍্যালি বের হয়। এর আগে বেলুন উড়িয়ে র‍্যালি ও দিনব্যাপী কর্মসূচীর উদ্বােধন ঘোষনা করে জেলা প্রশাসক সাহেলা আক্তার।

এরপর তুলশিমালার সুগন্ধে,পর্যটনের আনন্দে এ স্লোগানকে সামনে রেখে র‍্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা কালেক্টরেক্ট চত্বরে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সাহেলা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তাদিরুল আহম্মেদ, জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকনসহ সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্কাউট ও রেডক্রিসেন্টের সদস্যরা।

এবার শেরপুর জেলা প্রশাসনের সহযোগীতায় কার্যালয় চত্বরে ৬ টি স্টলের আয়োজন করা হয়েছে। যেখানে শেরপুরের অন্যতম ব্রান্ডিং পণ্য তুলশিমালা চাল সহ, জামদানি ও বিভিন্ন নামকরা খাবারের স্টল রয়েছে।

 

শেয়ার