Top
সর্বশেষ

চবিতে সাংবাদিককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

২৮ সেপ্টেম্বর, ২০২২ ১:৪৪ অপরাহ্ণ
চবিতে সাংবাদিককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন
চট্টগ্রাম প্রতিনিধি :

জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে না যাওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত এক সাংবাদিককে মারধরের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইকবাল আহমেদ আহ্বায়ক, সহকারী প্রক্টর অরূপ বড়ুয়াকে সদস্য ও সদস্য সচিব হিসেবে আছেন সহকারী প্রক্টর মুহাম্মদ ইয়াকুব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, সাংবাদিককে শারীরিক হেনস্তার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ দ্রুত সময়ের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, সোমবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ.এফ. রহমান হলের ২১২ নম্বর কক্ষে দৈনিক নয়া শতাব্দী ও ঢাকা মেইলের চবি প্রতিনিধি রেদওয়ান আহমেদকে মারধর করেন শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের দুই কর্মী লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আরশিল আজিম নিলয়, একই সেশনের নাট্যকলা বিভাগের আবু বকর সিদ্দিক এবং নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শোয়েব আতিক। তারা প্রত্যেকেই শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের কর্মী বলে জানা গেছে।

শেয়ার