Top
সর্বশেষ

পিরোজপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২৮ সেপ্টেম্বর, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ
পিরোজপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
পিরোজপুর প্রতিনিধি :

“তথ্য প্রযুক্তির যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২।

এ উপলক্ষে আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা সার্কিট হাউস থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা বিভাগের সহকারি পরিচালক ইব্রহিম খলিল, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল হাই, সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট মাহমুদ হোসেন, ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম আলী, টিআইবির সনাক সভাপতি এ্যাডভোকেট শহীদুল্লাহ শহীদ।

এসময় জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সরকারি-বেসরকারি সংস্থা ও কর্মকর্তা কর্মচারি বৃন্দ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে।

শেয়ার