Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

রাশিয়ায় বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

২৮ সেপ্টেম্বর, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ
রাশিয়ায় বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ
আন্তর্জাতিক ডেস্ক :

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আংশিক সেনা সমাবেশের আদেশের বিরুদ্ধে প্রতিবাদকারী কয়েক হাজার বিক্ষোভকারীকে আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি সংস্থাটির এমন উদ্বেগের কথা জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

রাভিনা শামদাসানি বলেন, ‘ইউক্রেনে সশস্ত্র সংঘাতের প্রেক্ষাপটে কর্তৃপক্ষ সেনাদের আংশিক সংগঠিত করার ঘোষণা দেওয়ার প্রতিবাদ করায় রাশিয়ান ফেডারেশনে বিপুল সংখ্যক মানুষকে গ্রেপ্তারের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রয়োগ করার জন্য মানুষকে গ্রেপ্তার করা একটি স্বেচ্ছাচারী ঘটনা।

অবিলম্বে নির্বিচারে আটককৃত সবাইকে মুক্তি দিতে রুশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান রাভিনা শামদাসানি। একই সঙ্গে তাদের মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিতের আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানান তিনি।

স্বাধীন রুশ মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা ওভিডি-ইনফো মঙ্গলবার জানিয়েছে, গত ২১ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার বিভিন্ন শহরে অন্তত দুই হাজার ৩৯৮ জনকে আটক করা হয়েছে।

শেয়ার