ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযান পরিচালনা করে প্রায় লাখ টাকার ব্যবহার নিষিদ্ধ নতুন কারেন্ট জাল এবং চায়না চাই জাল জব্দ করা হয় ।
বুধবার ২৮ সেপ্টেম্বর বিকালে উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার নেকমরদ বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারেন্ট জালের দোকান এবং ১টি গুদাম ঘর তল্লাশি চালিয়ে আনুমানিক ২ লাখ মিটার নতুন কারেন্ট জাল এবং চায়না চাই জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য
প্রায় ১ লাখ টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা ও পুলিশের একটি দল।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দ করা জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উপজেলা চত্বরের পুকুরপাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এবিষয়ে সহকারী কমিশনার (ভুমি) ইন্দ্রজিৎ সাহা বলেন, নেকমরদ বাজারের একটি দোকানের গোডাউনে এই সব অবৈধ মাছ ধরার কারেন্ট জাল জব্দ করা হয়। খবর পেয়ে জাল ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় তাকে কোন প্রকার জেল জরিমানা করা সম্ভব হয়নি। জাল গুলো পুড়িয়ে ফেলা হয়।