Top

লঞ্চের ধাক্কায় ভোলায় জেলে নৌকা ডুবি, নিখোঁজ এক জেলে

০১ অক্টোবর, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ
লঞ্চের ধাক্কায় ভোলায় জেলে নৌকা ডুবি, নিখোঁজ এক জেলে
ভোলা প্রতিনিধি :

যাত্রবাহী লঞ্চের ধাক্কায় ভোলার মেঘনা নদীতে জেলে নৌকা ডুবে কামাল জমাদার (৪০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। এসময় অপর জেলে ইউসুফ রাঢী আহত হয়েছেন।

শনিবার (০১ অক্টোবর) ভোরে ৪ টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলে কামাল জমাদার পূর্ব ইলিশা ইউনিয়নের কন্দকপুর গ্রামের আজিজ জমাদারের ছেলে ও আহত ইউসুফ ওই এলাকার জসিম ঢালীর ছেলে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আজম এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার ভোরের দিকে জেলেরা নদীতে মাছ শিকার করছিল। এ সময় এম ভি কাজল নামের একটি যাত্রীবাহি লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে একটি জেলে নৌকা ডুবে যায়। এতে এক জেলে নিখোঁজ ও অপর এক জেলে আহত হন। নিখোঁজ জেলেকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের একটি টিম কাজ করছে।

শেয়ার