Top
সর্বশেষ

স্থগিত হয়নি চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন

০১ অক্টোবর, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ
স্থগিত হয়নি চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন
নিজস্ব প্রতিবেদক :

আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন স্থগিত হয়নি। এর আগে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনের স্থগিতাদেশ নিয়ে গুঞ্জন উঠলে বিষয়টি নাকচ করেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ।

আজ শনিবার(০১ অক্টোবর) মোঠোফোনে বিষয়টি নিশ্চিত করে তিনি বাণিজ্য প্রতিদিনকে বলেন, নির্বাচন স্থগিতের বিষয়ে তিনি লিখিত বা মৌখিক কোনও সিদ্ধান্ত পাননি।

নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনের স্থগিতাদেশ নিয়ে তাদের কাছে কোনও তথ্য নেই। এই বিষয়ে আদালত থেকে কোনও আদেশ হয়েছে মর্মে নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গতঃ আইনী জটিলতায় চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালীর জেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

শেয়ার