Top
সর্বশেষ

প্রায় ৪ যুগ পুরোনো জরাজীর্ণ মাদ্রাসাটির সংস্কার চায় শিক্ষার্থীরা

০২ অক্টোবর, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ
প্রায় ৪ যুগ পুরোনো জরাজীর্ণ মাদ্রাসাটির সংস্কার চায় শিক্ষার্থীরা
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

দেশ স্বাধীনের পর ১৯৭৯ সালে মাওলানা মেছবাহ্ উদ্দীন জাহাঙ্গীর নামক এক প্রখ্যাত আলেম প্রতিষ্ঠা করেন পীর ফজলুল্লাহ ইসলামী মিশন দাখিল মাদরাসা নামক একটি প্রতিষ্ঠান। এটির অবস্থান জেলার সম্ভাবনাময় উপজেলা রায়পুরের কেরোয়া ইউনিয়নে।

বহু ত্যাগ তিতিক্ষার পর মাওলানা জাহাঙ্গীর এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন বলে লোক মুখে শোনা যায়। শুরুর দিকে মাওলানা জাহাঙ্গীর এই মাদ্রাসায় নিজের বসত ঘরের বেড়া ও নিজের বাগানের বাঁশ এবং বিভিন্ন গাছ লাগিয়ে মাদ্রাসাটি দাঁড় করান।

পরবর্তীতে সামরিক শাসক এরশাদের আমলে মাদ্রাসাটির সরকারী মঞ্জুরী হয়। বর্তমানে মাদ্রাসাটি রায়পুর উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান হলেও এটির অবস্থা নাজেহাল, মাদ্রাটিতে বর্তমানে তিন শতাধিকেরও অধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। সর্বশেষ এসএসসি (দাখিল) -২০২১ পরীক্ষায় এ প্রতিষ্ঠানটির পাশের হার ছিলো প্রায় ৯৭ শতাংশ।

একসময় দাখিল পরীক্ষায় টানা পাঁচ বছর শতভাগ ফলাফলের কৃতিত্বও ছিলো এ প্রতিষ্ঠানটির ঝুড়িতে। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও সুপার মাওলানা মেছবাহ্ উদ্দীন জাহাঙ্গীর ২০১৩ সালে অবসরে গেলে এবং সুপার হিসেবে দায়িত্বে আসেন মাওলানা শামসুল ইসলাম। বর্তমান সুপার শামসুল ইসলাম বাণিজ্য প্রতিদিনকে বলেন, প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটিতে লাগেনি কাঙ্খিত উন্নয়নের ছোঁয়া। উপরের চাল নষ্ট হওয়ার ফলে বর্ষা মৌসুমে চালের ছিদ্র দিয়ে পানি পড়ায় শিক্ষার্থীদের শিক্ষা প্রদানে বেঘাত ঘটে বলেও জানান তিনি।

সরজমিনে দেখা যায়, মাদ্রাসাটির বিভৎস চিত্র- চারপাশের টিনের বেড়ার একদিক ভাঙ্গা হলেও কোনো রকম জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম।

টিনের চাল যুগ পার করায় বিভিন্ন জায়গায় তৈরী হয়েছে বড় বড় ছিদ্র। ফলে সামান্য বৃষ্টির হলেই শ্রেণীকক্ষে পানি পড়ে নষ্ট হচ্ছে প্রতিষ্ঠানের পুরনো মূল্যবান সব আসবাবপত্র। বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম। হালকা ঝড়ে যে কোন মুহুর্তে ভেঙ্গে পড়তে পারে জরাজীর্ণ এ প্রতিষ্ঠানটি। পরিতাপের বিষয় হলো, এ প্রতিষ্ঠানে অধয়নরত ছাত্রীদের জন্য নেই উন্নতমানের স্যানিটেশন ব্যবস্থা। শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী সরকারি অর্থায়নে প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন। অতিদ্রুত সংস্কার প্রয়োজন।

 

শেয়ার