Top
সর্বশেষ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফরিদগঞ্জে গ্রেপ্তার

০২ অক্টোবর, ২০২২ ৮:০০ অপরাহ্ণ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফরিদগঞ্জে গ্রেপ্তার
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

এসিড নিক্ষেপ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফরিদগঞ্জের মো. কামাল হোসেন ওরফে জুতা কামালকে র‌্যাব-৭ (চট্রগ্রাম) এর একটি টিম চাঁদপুরের শাহারাস্তি থেকে ৩০ সেপ্টেম্বর আটক করেছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল এর সার্বিক তত্বাবধানে এস.আই মো. একরামুল হক ও এ.এস.আই মো. আমজাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্সসহ চট্রগ্রামের র‌্যাব কার্যালয় থেকে ১ লা অক্টোবর ফরিদগঞ্জ থানা পুলিশের হাতে কামালকে সোপর্দ করে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ কামাল হোসেন ওরফে জুতা কামাল ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিন ইউনিয়নের কাউনিয়া এলাকার রাজ্জাক পাটোয়ারী বাড়ীর রসুল করিমের ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে র‌্যাব ৭ এর সহায়তায় আটক করে ২রা অক্টোবর আদালতে প্রেরন করা হয়েছে।

শেয়ার