Top

এক হই সবাই

০২ অক্টোবর, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ
এক হই সবাই
রুমা চক্রবর্তী :

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে
ভেসে গেছে ঘর-বাড়ি
ডুবে গেছে রাস্তা-ঘাট, হাওড়
বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা
সিলেট, সুনামগঞ্জে চলছে হাহাকার
মাতম, আহাজারি।

চারদিকে এত জল তবুও
বিশুদ্ধ জলটুকুও নেই কোথাও
নেই খাবার, বিদ্যুৎ, গ্যাস,
নৌকা, ভেলার অভাবে ত্রাণ
পাঠানোও দুঃসহ হয়ে উঠেছে।
বিকল্প পথ নেই সেথায়।

প্রকৃতির এই বিরুপ আচরণ কেন?
কেন মানুষ এগুলো ঠেকাতে পারে না?
বারবার প্রকৃতি মানুষকে বুঝিয়ে দেয়
তার শক্তির কাছে মানুষ কিছু না।

আমাদের আচরণ, অভ্যাসগুলো
এর জন্য দায়ী নয়?
প্রকৃতির উপর এত অনাচার, অত্যাচার
নিরব প্রতিশোধে,
প্রকৃতি কখনো কখনো
ভয়ংকরীও হয়।

হে মানব জাতি!
আর যুদ্ধ নয় আর
নয় রক্তের হোলি খেলা,
নয় ধর্মের বড়াই।

সময় এসেছে এবার,
হানাহানি, হিংসা, বিদ্বেষ ভুলে
এক হই সবাই।

শেয়ার