Top
সর্বশেষ

আইপিওর অর্থ ব্যবহারের সময় বাড়াবে রিজেন্ট টেক্সটাইল

১৩ জুলাই, ২০২০ ১২:০৫ অপরাহ্ণ
আইপিওর অর্থ ব্যবহারের সময় বাড়াবে রিজেন্ট টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিজেন্ট টেক্সটাইল প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহারের সময় ৫ম দফায় বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, কোম্পানিটি আইপিওর অর্থ ব্যবহারের সময় বাড়ানোর বিষয়ে শেয়ারহোল্ডারদের কাছ থেকে অনুমোদনের জন্য একটি অতিরিক্ত সাধারণ সভার (ইজিএম) আহ্বান করেছে। ইজিএম আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে। আর রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ৪ আগস্ট।

আইপিওর অর্থ কোম্পানির উন্নয়নে ব্যবহার না করায় বিনিয়োগকারীরা প্রকৃত লাভ থেকে বঞ্চিত হচ্ছে।

কোম্পানি ২০১৫ সালে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করেছিল। কোম্পানিটি ইতিমধ্যে নিয়ন্ত্রক সংস্থার থেকে অর্থ ব্যবহারের সময়সীমা চারবার বাড়িয়েছে।ন

এর আগে ২০১৫ সালে, ভারসাম্য, আধুনিকায়ন, পুনর্বাসন ও সম্প্রসারণ (বিএমআরই) বাস্তবায়নের জন্য এবং নতুন তৈরি পোশাক (আরএমজি) কারখানা গঠনের জন্য ১২৫ কোটি টাকা উত্তোলন করেছে।

কোম্পানি বিএমআরই ১২ মাসের মধ্যে এবং আরএমজি প্রকল্পটি ১৮ মাসে সম্পূর্ণ করতে চেয়েছিল। তবে এই কাজের প্রাথমিক সময়সীমা গত ১৯ ডিসেম্বর, ২০১৬ এ শেষ হয়েছে।

এরপরে রিজেন্ট টেক্সটাইল প্রথমবারের জন্য সময়সীমা ৩১ অক্টোবর, ২০১৭, তারপরে দ্বিতীয়বারের জন্য ৩০ জুন, ২০১৮, তৃতীয়বার ৩১ অক্টোবর, ২০১৮ এবং শেষবারের মতো ৩০ জুন, ২০১৯ এ বাড়িয়েছে।

কোম্পানি এই সময়ের মধ্যে মোট আইপিও অর্থের মোট ৭৯ কোটি ৪৯ লাখ টাকা ব্যবহার করেছে। যা মোট আইপিও ফান্ডের ৬৪ শতাংশ।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানির এক কর্মকর্তা জানান, কোভিড -১৯ মহামারীজনিত কারণে আরএমজি খাতে বর্তমান পরিস্থিতিতে কোম্পানি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এই কারণে যথাসময়ে নতুন আরএমজি প্রকল্প কার্যকর করা সম্ভব হয়নি।

এর আগে অ্যাকর্ড অ্যালায়েন্সের সমস্ত প্রয়োজনীয়তা পূরণে দেরি হওয়ায় কোম্পানি আরএমজি প্রকল্প বাস্তবায়নে ব্যর্থ হয়েছিল বলেও তিনি জানান।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আগস্ট ২০১৫ সালে রিজেন্ট টেক্সটাইলের আইপিও অনুমোদন করে। সাধারণ বিনিয়োগকারীরা সেই সময়ে ১৫ টাকা প্রিমিয়ামের সাথে প্রতিটি শেয়ার ২৫ টাকায় কিনেছিলেন।

রিজেন্ট টেক্সটাইল গত ৩০ জুন, ২০১৯ এ শেষ হওয়া আর্থিক বছরে বিনিয়োগকারীদের পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

২০১৮-১৯ অর্থবছরে কোম্পানির নিট মুনাফা ছিল ১১ কোটি ৭৯ লাখ টাকা। যা আগের বছরের তুলনায় ১২ শতাংশেরও বেশি কমেছে।

কোম্পানির পরিশোধিত মূলধন ১২৭ কোটি ৩৩ লাখ টাকা। উদ্যোক্তা এবং পরিচালকদের কোম্পানির শেয়ারের ৫৪.৫৫ শতাংশ শেয়ার রয়েছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৬.৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকী অংশ রয়েছে।

গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানির প্রতিটি শেয়ারের সমাপ্ত দাম ৭.৮০ টাকায় দাঁড়িয়েছে।

শেয়ার