Top
সর্বশেষ

কুড়িগ্রামের চরাঞ্চলে দোল খাচ্ছে কাঁশ বন

০৩ অক্টোবর, ২০২২ ১:২৬ অপরাহ্ণ
কুড়িগ্রামের চরাঞ্চলে দোল খাচ্ছে কাঁশ বন
কুড়িগ্রাম প্রতিনিধি :

শরৎকাল মানেই সাদা রঙের খেলা। নীল আকাশে সাদা মেঘ আর নদীর বুকে জেগে উঠা চরে দোল খাওয়া কাঁশবন মনে জাগায় অন্য রকম অনুভূতি। শারদীয় এ ঋতুতে ভ্রমনবিলাসীদের প্রথম পছন্দ কাঁশবন। কাঁশ ফুলের ছোঁয়া পেতে দূর দূরান্ত থেকে ছুটে আসে প্রকৃতি প্রেমী মানুষজন।

সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলা ভোগাডাঙ্গা ইউনিয়নের ধরলা নদীর অববাহিকার জগমনের চরে শত শত বিঘা জমিতে দোল খাচ্ছে কাঁশ বন। শুধু ধরলার চরেই নয় এ চিত্র এখন কুড়িগ্রাম জেলার ১৬টি নদ নদীর সাড়ে চার শতাধিক চরাঞ্চলের বুকে। এই কাঁশবন গুলো শুধু প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তুলেনি, কাঁশগাছ বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই।

জানা গেছে, কোন প্রকার খরচ ছাড়াই চরের বাসিন্দারা এক বিঘা জমির কাশ বন বিক্রি করে ১৪-১৫ হাজার টাকা আয় করছেন। অনাবাদী বালু চরে বন্যার পরে এসব কাঁশ গাছ জন্মে। ৫ থেকে ৬ মাসের মধ্যে গাছগুলো বড় হয়ে বিক্রির উপযোগী হয়ে উঠে। কাঁশ বন বিক্রি করে জীবন-জীবিকা নির্বাহ করে আসছেন এখানকার মানুষজন।

সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের ধরলার চরে কাঁশবন দেখতে এসেছেন মিলন মিয়া। সে বলে, আমার বাড়ি এখান থেকে ১০ কিলোমিটার দূরে। এখানে বেড়াতে এসেছি। এসে কাশফুলের বাগান দেখলাম। খুব ভালো লাগল। পরবর্তী পরিবার নিয়ে দেখতে আসবো।

ওই ইউনিয়নের জগমনের চরের বাসিন্দা মাহাবুব বলেন, আমার দুই বিঘা জমিতে কাঁশ বন আছে। পাঁচ থেকে ছয় মাস পর কাশ গাছের ফুল পড়ে গেলে গাছগুলো কেঁটে আঁটি বাঁধি। প্রতি হাজার আঁটি ৪ থেকে ছয় হাজার টাকায় বিক্রি করা যায় বলে জানান তিনি।

যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের কালির আলগা চরের মতিয়ার রহমান বলেন, আমার ১০ বিঘা জমিতে কাশিয়ার (কাঁশ) আবাদ হয়েছে। প্রতিবছর বন্যার পর এমনিতেই জমিতে জন্ম নেয়। আর মাত্র এক থেকে দেড় মাস পর জমির কাশিয়া বিক্রি করতে পারবো। আশা করছি এই টাকা দিয়েই ছেলে-মেয়ের লেখাপড়া ও সংসারে খরচ চালাতে পারবো।

যাত্রাপুর ভগবতী চরের আব্দুল আজিজ বলেন, কাঁশ বনের এখন অনেক চাহিদা। ১০ বছর আগে মানুষ কাঁশের ছন দিয়ে ঘর,বেড়া বানাতো। এখন তা বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে। এগুলো খুলনা ও বরিশাল বিভাগের লোকজন নিয়ে পানের বরজের কাজে লাগাচ্ছেন। অনেকে আবার কিনে ঘরের ছাউনি ও ঘরের বেড়া দেয়।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দীন বলেন, ঋতুপরিক্রমায় এখন শরৎকাল। আর সেই শরৎকালের বৈশিষ্ট্য কাশফুল। কাশফুলের আদিনিবাস সুদূর রোমানিয়ায়। এটি বাংলাদেশেরও একটি পরিচিতি উদ্ভিদ। আমাদের কুড়িগ্রামে এটি অতিপরিচিত। যেহেতু কুড়িগ্রামে ৪শ’ টিরও বেশি চরাঞ্চলে রয়েছে। এসব চরে এখন কাশফুলের সমারোহ। কাশফুলের ইংরেজি নাম ক্যাটকিন। কাশফুলে রয়েছে বহুবিধ ব্যবহার। কাঁশ সাধারণত গোখাদ্যর খর হিসেবে ব্যবহার করা হয়।

তিনি আরও বলেন, কাঁশ দিয়ে গ্রামাঞ্চলে ঘরের ছাউনি, বেড়া নির্মাণ করা হয়ে থাকে। আমাদের অর্থনৈতিক ফসল পানগাছের ছাউনি ও বরজেও ব্যবহার হয়ে থাকে কাঁশ। আমরা জানি কাঁশে অনেক ঔষধি গুণ রয়েছে। পিত্তথলিতে পাথর হলে কাঁশের মূল পিশিয়ে খাওয়ানো হয়। ব্যথা বা ফোঁড়া হলে কাশের মূলের রস উপশম করে। তা ছাড়া পরিবেশ দূষণ, বিশেষ করে যেখানে শিল্প-কারখানার ছাই থাকে, সেখানে কাঁশ জন্ম নিলে পরিবেশ পরিশোধিত হয়।

শেয়ার