Top
সর্বশেষ

দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড নোয়াখালীতে

০৩ অক্টোবর, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ
দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড নোয়াখালীতে

বঙ্গোপসাগে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত ২৪ ঘন্টা টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে নোয়াখালী পৌর শহর মাইজদীতে। এতে কয়েক হাজার বাসিন্দা পানিবন্ধী হয়ে পড়েছে। হাটু পরিমাণ পানি জমে গেছে শহরের বিভিন্ন সড়কে। এতে যান চলাচলেও বিঘ্ন ঘটছে। রোববার রাত ৮টার পর থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত টানা বৃষ্টিতে এমন জলাবদ্ধতা তৈরি হয়।

ভুক্তভোগিরা জানান, এবছর বর্ষায় বৃষ্টি কম হওয়ায় শহরে জলাবদ্ধতা দেখা দেয়নি। তবে গতকাল রোববার রাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত টানা বৃষ্টি হওয়ায় জেলা শহর মাইজদীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। কয়েক হাজার মানুষ ঘরবন্ধী হয়ে পড়েছে। সড়কগুলোতে পানি জমে যাওয়ায় যানবাহন চলাচলে বেগ পেতে হচ্ছে। দুর্ভোগে পড়েছে পথচারিরা। অনেকের বাসা-বাড়িতে পানি ঢুকে যাওয়ায় দুর্ভোগ বেড়ে শিশুদের। অপরিকল্পিত ড্রেণেজ ব্যবস্থা ও এলাকাভিত্তিক পর্যাপ্ত ড্রেণ না থাকায় এ জলাবদ্ধতা বলে মনে করছেন বাসিন্দারা।

নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া জানান, পরিচ্ছন্নতা কর্মীরা শহরের বিভিন্ন স্থানে কাজ করছে। বিকাল নাগাদ পনি সরে যাবে। এ ছাড়া শহরের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।

এ দিকে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ১৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা দেশের মধ্যে সর্বোচ্চ। আগামী ৪২ ঘন্টা বৃষ্টিপাত অপরিবর্তিত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

শেয়ার