Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

নিরাপত্তার শর্তে বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের পদত্যাগ

০৩ অক্টোবর, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ
নিরাপত্তার শর্তে বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক :

সহিংসতা এড়াতে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট পল-হেনরি দামিবা পদত্যাগ করেছেন। প্রস্তাবিত শর্তসাপেক্ষ এ পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির স্বঘোষিত সামরিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওর।

বুরকিনা ফাসোর ধর্মীয় নেতাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

একটি সংবাদ সম্মেলনে ঘোষিত চুক্তি অনুসারে, সাতটি শর্তে এ পদত্যাগপত্র গ্রহণ করতে রাজি হয়েছেন ক্যাপ্টেন ইব্রাহিম। যেগুলোর মধ্যে রয়েছে দামিবার নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁকে সমর্থনকারী সৈন্যদের নিরাপত্তা এবং সাংবিধানিক শাসনে ফিরে যাওয়ার জন্য পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লকের প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখানো।

প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে দামিবার কোনও মন্তব্য পাওয়া যায়নি বা তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তাঁর পরিবারের এক ঘনিষ্ঠ সদস্য রয়টার্সকে জানিয়েছেন, দামিবা রোববার দেশ ত্যাগ করেছেন।

এর আগে শুক্রবার (১ অক্টোবর) বুরকিনা ফাসোর সামরিক শাসক পল-হেনরি দামিবাকে উৎখাত করেছে দেশটির সেনাদের একাংশ। রাতে কিছু সেনা সদস্যকে নিয়ে অভ্যুত্থানের নেতৃত্ব দেন ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে। পরে তিনি বিষয়টি টেলিভিশনে ঘোষণা দেন। এটি দেশটিতে বছরের দ্বিতীয় সামরিক অভ্যুত্থান।

সেনা মুখপাত্র বলেন, ২০২২ সালের ২৪ জানুয়ারি থেকে বুরকিনা ফাসোয় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়ে যাওয়া ও নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে সেনাবাহিনীর জুনিয়র একদল কর্মকর্তা দামিবাকে অপসারণের সিদ্ধান্ত নেয়।

বুরকিনা ফাসোয় গত আট মাসে দ্বিতীয়বারের মতো সামরিক হস্তক্ষেপের ঘটনা ঘটলো। এর আগে নিরাপত্তাহীনতার একই অভিযোগ তুলে গত জানুয়ারিতে দামিবা ও তার সহযোগীরা মিলে অভ্যুত্থান ঘটিয়ে সাবেক প্রেসিডেন্ট রস কাবোরেকে পদচ্যুত করেছিলেন।

কিন্তু এরপরও দেশটিতে জিহাদি ও চরমপন্থী জঙ্গিগোষ্ঠীগুলোর সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে ব্যর্থ দামিবার প্রশাসন। জানা গেছে, দেশটির ৪০ ভাগ এলাকা এখনও সরকারের নিয়ন্ত্রণের বাইরে।

এ অবস্থায় শৃঙ্খলা ফেরাতেই অভ্যুত্থান হয়েছে জানিয়ে মুখপাত্র ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরেকে বুরকিনা ফাসোর নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে পরিচয় করিয়ে দেন।

শেয়ার