Top
সর্বশেষ

জলাতঙ্ক রোগ প্রতিরোধে তজুমদ্দিনে ৫ দিনের টিকা কার্যক্রম

০৩ অক্টোবর, ২০২২ ৬:২১ অপরাহ্ণ
জলাতঙ্ক রোগ প্রতিরোধে তজুমদ্দিনে ৫ দিনের টিকা কার্যক্রম
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি :

জলাতঙ্কের একটি ভয়ংকর মরণব্যাধি, এ রোগে মৃত্যুর হার শতভাগ। পৃথিবীতে কোথাও না কোথাও প্রতি ১০ মিনিটে একজন এবং প্রতিবছরের প্রায় ৫৯ হাজার মানুষ জলাতঙ্ক রোগে মারা যায়। জলাতঙ্ক রোগটি মূলত কুকুরের কামড় বা আচঁড়ের মাধ্যমে ছড়ায়।

এছাড়াও বিড়াল, শিয়াল, বেজী, বানরের কামড় বা আঁচড়ের মাধ্যমেও রোগ হতে পারে। বাংলাদেশের প্রতিবছর প্রায় ৫ থেকে ৬ লক্ষ মানুষ কুকুর, বিড়াল, শেয়ালের কামড় বা আঁচড়ের শিকার হয়ে থাকে। যাদের মধ্যে বেশিরভাগই শিশু এছাড়াও প্রায় ২৫ হাজার গবাদি প্রাণী এরোগের শিকার হয়ে থাকে।

জলাতঙ্ক রোগ নির্মূলের আওতায় ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত এ উপজেলার ৫টি ইউনিয়নে সকল কুকুরকে টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে।

জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে ভোলার তজুমদ্দিন উপজেলায় কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভায় এমন তথ্য জানান বক্তারা।

সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির সোহেল এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া,স্বাস্থ্য অধিদপ্তরের এমডিবি প্রোগ্রামের সুভারভাইজার মোঃ রাসেল খন্দকার ও উপ সহকারী স্বাস্থ্য পরিদর্শক জাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, রিপোর্টারস ইউনিটির সভাপতি এম নয়ন, মেহেদী হাসান মামুন প্রমুখ। সভায় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ স্বাস্থ্য পরিদর্শকরা উপস্থিত ছিলেন।

শেয়ার