Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে ফুলকপির চাষ নিয়ে মাঠ দিবস

০৪ অক্টোবর, ২০২২ ১:৪৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ফুলকপির চাষ নিয়ে মাঠ দিবস
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে সবজি (ফুলকপি)’র চাষ নিয়ে কৃষকদের সাথে নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে।

সোমবার (৩রা অক্টোবর) বিকাল চারটার দিকে জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের লক্ষীরহাট দক্ষিণপাড়া গ্রামে দিনাজপুর এ আর মালিক সিডের আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

স্থানীয় কৃষক আবুল কাশেমের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাবের আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সেলস ম্যানেজার শহিদুল ইসলাম, কো-অর্ডিনেটর পরিতোষ কুমার গোস্বামী, আর এন্ড ডি ম্যানেজার কৃষিবিদ ডক্টর আকিক বিন জাবের, কৃষি উপ-সহকারী কর্মকর্তা রউসুল আজম পলাশ প্রমূখ ।

এসময় স্থানীয় সবজির চাষে ব্যাপক সফলতার পেয়েছেন বলে জানান কৃষকেরা। তারা বলেন কিরণ জাতের হাইব্রিড ফুলকপি ৪৮ থেকে ৫০ দিনের মধ্যে হারভেস্টিং করার কারণে এই সবজি চাষের প্রতি চাষিরা ব্যাপক আগ্রহ প্রকাশ করেন এবং স্বল্প সময়ের মধ্যে বাজার করতে পারায় অনেক লাভবান হচ্ছেন বলে জানান চাষীরা। তারা আরো জানান, কিরণ হাইব্রিড জাতের ফুলকপি এই অঞ্চলের মানুষ চাষ করে লাভবান হচ্ছে এবং অন্যান্য বীজের তুলনায় টেকসই হওয়ায় চাষিদের মধ্যে কিরণ জাতের হাইব্রিড ফুলকপি চাষে আগ্রহ বাড়ছে।

শেয়ার