Top
সর্বশেষ

নাগালের বাহিরে মাছের দাম

০৬ অক্টোবর, ২০২২ ৩:১৭ অপরাহ্ণ
নাগালের বাহিরে মাছের দাম
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে মানুষ যখন বিপাকে তখন সবকিছুর পাশপাশি চাঁদপুরের হাজীগঞ্জে মাছের সংকটও এখন চরমে। চাহিদার তুলনায় বর্তমানে যে পরিমাণে মাছ বাজারজাত হয়, তা সাধারণ ক্রেতাদের প্রায় নাগালের বাইরে। যোগান কমে যাওয়ায় অস্বাভাবিক ও বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। এজন্য দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে অনেকেই এখন মাছের দামের সাথে স্বর্ণের দামের সঙ্গে তুলনা করছেন।

এ বছর ভরা বর্ষায় প্রয়োজনীয় ও পরিমাণমতো বৃষ্টিপাত না হওয়ায় মাঠে পানি থাকা তো দূরের কথা পুকুর, খাল ও বিলেও পরিমাণমতো নেই পানি। ফলে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন নেই এবং বর্ষায় মধ্যে যে মৌসুমি মাছ চাষ হওয়ার কথা, তা তিল পরিমাণও হয়নি। এছাড়া পানির অভাবে পুকুর, খাল ও অন্যান্য জলাশয়ে মাছের উৎপাদন ব্যাপকহারে কমে গেছে।

 

শেয়ার