কুয়েতি আমিরের ছেলে শেখ আহমাদ নাওয়াফ আল-সাবাহ ফের দেশটির প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। বুধবার (০৫ অক্টোবর কুয়েতের আমিরের এক আদেশের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কুনা এ তথ্য জানায়।
আমিরের আদেশে তাকে মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের নাম তালিকাভুক্ত করে জমা দিতে বলা হয়েছে।
কুয়েতি আমিরের ওই আদেশে পুনরায় নিযুক্ত প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে মন্ত্রিপরিষদের তালিকা উত্থাপনের নির্দেশ দেওয়া হয়।
২০২০ সালে বাবা শেখ নাওয়াফ আল-আহমাদ কুয়েতের আমির হলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন ছেলে শেখ আহমাদ নাওয়াফ আল-সাবাহ। জাতীয় নিরাপত্তা বাহিনীর ডেপুটি প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর এ বছরের জুলাইয়ের শেষ দিকে প্রধানমন্ত্রী হন তিনি। এবার তিনি দ্বিতীয়বারের মতো কুয়েতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন।