Top

কুড়িগ্রামে পানিতে ডুবে ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

০৬ অক্টোবর, ২০২২ ৬:১৯ অপরাহ্ণ
কুড়িগ্রামে পানিতে ডুবে ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৌমিতা আক্তার ছোয়া মনি (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ছোয়া মনি উপজেলার এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটেছে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামে। সে সৌদি প্রবাসী ছক্কু মিয়ার কন্যা।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামে পরিবারের সকলের অজান্তে গোসল করতে গিয়ে বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায় ছোয়া মনি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজখবর করে না পেয়ে এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা ঐ শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার