Top
সর্বশেষ

ফটিকছড়ি পৌর নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থীসহ তিনজনের মনোনয়ন জমা

০৭ অক্টোবর, ২০২২ ১২:১৮ অপরাহ্ণ
ফটিকছড়ি পৌর নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থীসহ তিনজনের মনোনয়ন জমা
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থীসহ তিনজন। এছাড়া সাধারণ সদস্য পদে ৪০ জন এবং সংরক্ষিত সাধারণ সদস্য পদে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার( ৬ অক্টোবর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম এ তথ্য জানান।

মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বর্তমান মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ এস এম মিনহাজুল ইসলাম ও কামাল পাশা চৌধুরী মনোনয়ন জমা দিয়েছেন।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বলেন, মনোনয়ন জমাদানের শেষদিন পর্যন্ত মেয়র পদে ৩ জন, সংরক্ষিত সাধারণ পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ৪০ জন মনোনয়ন জমা দিয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর, বাছাই ১০ অক্টোবর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১৭ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।

শেয়ার