Top
সর্বশেষ

মিরসরাইয়ে নিখোঁজের ৪ ঘণ্টা পর দীঘিতে মিললো কর্মচারীর মরদেহ

০৭ অক্টোবর, ২০২২ ৩:৫৩ অপরাহ্ণ
মিরসরাইয়ে নিখোঁজের ৪ ঘণ্টা পর দীঘিতে মিললো কর্মচারীর মরদেহ
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ে বেলাল হোসেন (৪৫) নামে এক কর্মচারী নিখোঁজের চার ঘণ্টা পর দীঘি থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাহেবদীনগর গ্রামের জামশেদ আলমের দীঘি থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

বেলাল উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ওছমানপুর গ্রামের ওয়ারেত উল্ল্যাহ মিস্ত্রি বাড়ির আবদুল ওহাবের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

জানা যায়, সাহেবদীনগর গ্রামের জামশেদ আলমের দীঘিতে কর্মচারী হিসেবে নিয়োজিত ছিলেন বেলাল। তিনি ১২ দিন আগে ওই দীঘিতে কর্মচারী হিসেবে যোগ দেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৪টা থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে দীঘিতে জাল ফেললে রাত ৮টার দিকে তার লাশ উঠে আসে।

দীঘি মালিক জামশেদ জানান, বেলাল হোসেন ইতোপূর্বেও আমার চার একর আয়তনের দীঘিতে কাজ করেছে। পরে তিনি অন্য একটি দীঘিতেও কাজ করেন। সর্বশেষ ১২ দিন আগে আমার এখানে আবার কর্মচারী হিসেবে যোগ দেন। তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে জেনেছি কয়েক দিন যাবৎ তিনি অসুস্থবোধ করছেন। ধারণা করছি, অসুস্থতার কারণে হয়তো কাজ করার সময় তিনি দীঘিতে পড়ে গেলে আর উঠতে না পারার কারণে মৃত্যু হয়েছে।

ওচমানপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলাউদ্দিন জানান, বেলাল আমার চাচাত ভাই। তিনি দীর্ঘ দিন যাবৎ দীঘিতে কর্মচারী হিসেবে কাজ করছেন। কয়েক দিন যাবত জ্বরে আক্রান্ত। বৃহস্পতিবার বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে যে দীঘিতে কর্মচারী হিসেবে নিয়োজিত ছিল ওই দীঘির পাড়ের এক স্থানে তিনি যে দা দিয়ে কাজ করতেন ওই দা এর পাশে জাল ফেললে তার লাশ ভেসে ওঠে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার