Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

মহারাষ্ট্রে বাসে আগুনে ৮ যাত্রীর প্রাণহানি

০৮ অক্টোবর, ২০২২ ১০:৪৬ পূর্বাহ্ণ
মহারাষ্ট্রে বাসে আগুনে ৮ যাত্রীর প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক :

ভারতের মহারাষ্ট্রের নাসিকে যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনায় অন্তত আটজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (৮ অক্টোবর) ভোরে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে।

নাসিক পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ঠিক কতজন মারা গেছেন চিকিৎসকদের সঙ্গে কথা বলে সে তথ্য জানার চেষ্টা চলছে।

দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, শনিবার ভোর ৫টার দিকে একটি যাত্রীবাহী বাস ঔরঙ্গাবাদ সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এসময় বাসটিতে আগুন ধরে যায়।

এরই মধ্যে দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে।

বিলাসবহুল এ বাসটিতে মোট যাত্রীসংখ্যা কত ছিল তা এখনো জানা যায়নি বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে।

বিপি/এএস

শেয়ার