Top
সর্বশেষ

নোয়াখালীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবসে পাখি অবমুক্ত

০৮ অক্টোবর, ২০২২ ২:৫১ অপরাহ্ণ
নোয়াখালীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবসে পাখি অবমুক্ত
নোয়াখালী প্রতিনিধি :

‘ম্লান করলে রাতের আলো পাখিরা থাকবে আরও ভাল’ এ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বন বিভাগের অভিযানে বিভিন্ন সময় উদ্ধারকৃত পাখি অবমুক্ত করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শনিবার বেলা ১১টায় উককূলীয় বন বিভাগ নোয়াখালীর কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে জেল পুলিশ লাইন সড়ক প্রদক্ষিণ শেষে পাখি অবমুক্ত ও পরে বন বিভাগের পরিদর্শন কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।

উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর সহকারি বন সংরক্ষক কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে এবং সদর রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহি উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন।

বক্তারা বলেন, পরিযায়ী পাখিরা পরিবেশের সুস্থতার নির্দেশক, পাখির খাদ্যাভ্যাস উদ্ভিদের বীজের বিস্তারে সাহায্য, কৃষি জমির উর্বরতা বৃদ্ধি করে। জলজ প্রতিবেশের ভারসাম্য রক্ষায় পরিযায়ী পাখির গুরুত্ব অপরিসীম। তাই পাখি রক্ষায় সবাইকে সহযোগিতা করার আহ্বান করেন তাঁরা।

বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার মেহেরাব হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা মো. মোশারফ হোসেন।

এছাড়া র‌্যালি ও আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার