Top
সর্বশেষ

সিভিল এভিয়েশন আবাসিক এলাকায় হতে যাচ্ছে মহামিলনের “স্মৃতিময় আমবাগান”

০৮ অক্টোবর, ২০২২ ৫:১২ অপরাহ্ণ
সিভিল এভিয়েশন আবাসিক এলাকায় হতে যাচ্ছে মহামিলনের “স্মৃতিময় আমবাগান”
নিজস্ব প্রতিবেদক :

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সিভিল এভিয়েশন আবাসিক এলাকার সূচনা লগ্ন থেকে আজ অবধি প্রায় ৪৪ বছর অতিক্রম হতে চলেছে। ১৯৭৭ সালের ২৬ সেপ্টেম্বর থেকে সিভিল এভিয়েশন আবাসিক এলাকার যাত্রা। এই দীর্ঘ পথ পরিক্রমায় অনেককে হারিয়েছে কালের নিয়মে। অনেকে জীবন সংগ্রামের অবতীর্ণ হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে কিংবা সারা বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে আছে।

সিভিল এভিয়েশন আবাসিক এলাকায় অবস্থানকারীদের মূল পরিচয় হচ্ছে সিভিল এভিয়েশনের কর্মকর্তা-কর্মচারীদের ছেলে-মেয়ে কিংবা পৌষ্য। আগামী ২৫ ডিসেম্বরর ২০২২ তারিখে ১৯৭৭ থেকে ২০০০ পর্যন্ত অবস্থানকারী কর্মকর্তা-কর্মচারী ও তাদের ছেলেমেয়েদের নিয়ে দিনব্যাপী একটি ঐতিহাসিক মিলনমেলার আয়োজন করতে যাচ্ছে। মিলনমেলায় অতীত ইতিহাসকে তুলে ধরে নিজেদের বন্ধনকে আরো বেশী শক্তিশালী করার সংকল্প রয়েছে।

মিলনমেলার নামকরন করা হয়েছে ”স্মৃতিময় আমবাগান”। ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। রেজিস্ট্রেশন চলবে আগামী ২৫ নভেম্বর ২০২২ পর্যন্ত। দিনব্যাপী অনুষ্ঠানমালায় আনন্দর্যালী, সব বয়সী অংশগ্রহণকারীদের জন্য নানা রকমের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্যূভেনীর, আকর্ষণীয় র্যাফেল ড্র থাকবে।

রেজিস্ট্রেশন করার জন্য যোগাযোগ – ০১৬০০৩৬৪৯৬৬, ০১৬০০৩৬৪৯৬৭, ০১৬০০৩৬৪৯৬৮, ০১৬০০৩৬৪৯৬৯।

শেয়ার