সন্ধ্যার আকাশে এ যেন ‘তারা’র মেলা। দু-একটি হঠাৎ হঠাৎ মাটিতেও খসে পড়ছে। খসে পড়া এসব ‘তারা’ আসলে আকাশে ওড়ানো একেকটি ফানুস। এ দৃশ্য বন্দরনগরী চট্টগ্রামে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা উৎসবের। রোববার (৯ অক্টোবর) সন্ধ্যার পর চট্টগ্রামের আকাশ প্রবারণা উৎসবের ফানুসে ঢেকে যায়।
প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আত্মশুদ্ধির মাধ্যমে সত্য ও সুন্দরকে গ্রহণ করে অসুন্দরকে বর্জন করা এ দিনের মূল প্রতিপাদ্য।
বৌদ্ধ ভিক্ষু দ্বারা মন্ত্র পাঠের মাধ্যমে সাধু ধ্বনির সুরে সুরে এ ফানুস ওড়ানো হয়। এই সর্বজনীন উৎসবে আকাশে ওড়ানো হয় বাহারি রঙিন ফানুস, যেটাকে আকাশপ্রদীপও বলা হয়।
এছাড়া নদীতে ভাসানো হয় হরেক রকমের প্যাগোডা আকৃতির জাহাজ। সবাই আনন্দে মাতোয়ারা হয়ে নানা রকমের কীর্তন, গান গেয়ে আনন্দ প্রকাশ করে।
রোববার (৯ অক্টোবর) সকাল থেকেই পূজা, পঞ্চশীল, অষ্টশীল, ভিক্ষুসংঘের পিণ্ডদানসহ নানা ধর্মীয় অনুষ্ঠানে মুখর ছিল চট্টগ্রামের বৌদ্ধ মন্দিরগুলো। প্রবারণা পূর্ণিমা ঘিরে মন্দিরের চারপাশে বসেছে বিভিন্ন সামগ্রীর মেলা। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রতিটি বৌদ্ধ বিহারে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সন্ধ্যা থেকে শুরু হয় এই উৎসব।
নগরীর কাতালগঞ্জের নবপণ্ডিত বিহার, পাথরঘাটা জেতবন শান্তিকুঞ্জ বিহার, ইপিজেড সার্বজনীন বৌদ্ধবিহার ও মৈত্রী বনবিহার, চান্দগাঁও সার্বজনীন বৌদ্ধবিহার, মোগলটুলী শাক্যমুণি বৌদ্ধবিহার, বন্দর বৌদ্ধবিহারসহ প্রায় প্রতিটি বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই নানা আয়োজন করা হয়।
বৌদ্ধ ধর্ম মতে, স্বর্গের ইন্দ্ররাজা এ চুলগুলো হীরা, মণি-মাণিক্য খচিত স্বর্ণপাত্রে ধারণ করে তাবতিংস নামক স্বর্গে এ চুলকে কেশ ধাতু হিসাবে স্থাপন করে একটি চৈত্য নির্মাণ করেন এবং এ চৈত্যের নাম রাখা হয় চুলামনি চৈত্য। স্বর্গের দেবতারা এখনও উক্ত চুলামনি চৈত্যের পূজা করে থাকেন। এমন বিশ্বাস থেকে মর্ত্যলোকের বুদ্ধভক্তরা স্বর্গের সেই চুলামনি চৈত্যকে পূজা করার উদ্দেশ্যে একটি বিশেষ দিনে ধর্মীয় রীতি-নীতি মেনে আকাশে ফানুস ওড়ান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই উৎসবকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তিনমুখে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সাদা পোশাকেও পুলিশ কাজ করছে।