Top

ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ইসরাইল অন্ধকারে রয়েছে: সেনাবাহিনী

২৮ জানুয়ারি, ২০২১ ৮:৩১ পূর্বাহ্ণ
ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ইসরাইল অন্ধকারে রয়েছে: সেনাবাহিনী

ইহুদিবাদী ইসরাইলের সেনাপ্রধান আবিব কোহানি ইরানে হামলা চালানোর যে হুমকি দিয়েছেন তাকে ‘অলীক কল্পনা’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল তার দেশের সামরিক সক্ষমতার ব্যাপারে ভ্রমের মধ্যে রয়েছে।

শেকারচি গতকাল (বুধবার) তেহরানে বলেন, ইরানের পরমাণু স্থাপনা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো ধ্বংস করে দেয়া হবে বলে ইসরাইলি সেনাপ্রধান কোহানি সম্প্রতি যে দাবি করেছেন তাতে ইরানের সামরিক শক্তি সম্পর্কে তেল আবিবের অজ্ঞতা ফুটে উঠেছে।

জেনারেল শেকারচি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সম্প্রতি কয়েকটি সামরিক মহড়া চালিয়ে নিজের সামরিক শক্তির সামান্য অংশ বিশ্বের সামনে প্রদর্শন করেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানের সামরিক সক্ষমতা এতটা শক্তিশালী যে ইহুদিবাদী ইসরাইলসহ শত্রুদের যেকোনো ভুলের অনুশোচনা সৃষ্টিকারী জবাব দেবে তেহরান।

গত মঙ্গলবার বর্ণবাদী ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবিব কোহাবি দাবি করেন, তিনি প্রতিরক্ষা বাহিনীকে ইরানে হামলার ব্যাপারে বিদ্যমান পরিকল্পনার পাশাপাশি বাড়তি অনেকগুলো অভিযানের পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন।

শেয়ার