Top

খানসামায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ,সার ও অন্যান্য উপকরণ বিতরণ

১০ অক্টোবর, ২০২২ ১১:৩৬ পূর্বাহ্ণ
খানসামায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ,সার ও অন্যান্য উপকরণ বিতরণ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির জন্য দিনাজপুরের খানসামায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

কৃষি অফিস সুত্রে জানা যায়, উপকারভোগী ০১জন কৃষক কে ০১ বিঘা জমির জন্য পেঁয়াজ ১কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ২০কেজি, জমি প্রস্তুত, সেচ শ্রমিক ও বাশ ক্রয় বাবদ মোট ২৮০০ টাকা, পলিথিন ১৫০ বর্গমিটার, বালাইনাশক ৫০গ্রাম ও নাইলনের সুতলি ০.৫ কেজি প্রদান করা হবে৷

উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার ও কৃষি বিভাগের কর্মকর্তাগণ এবং কৃষকবৃন্দ।

শেয়ার