Top
সর্বশেষ

ভোলায় বিএনপির শোক র‌্যালি ও কালো পতাকা মিছিল

১০ অক্টোবর, ২০২২ ৫:০৩ অপরাহ্ণ
ভোলায় বিএনপির শোক র‌্যালি ও কালো পতাকা মিছিল
ভোলা প্রতিনিধি :

ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম, নারায়নগঞ্জে যুবদল নেতা শাওন প্রধান, মুন্সিগঞ্জে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন ও যশোরে বিএনপি নেতা আব্দুল আলীমকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলায় বিএনপি ও সহযোগি অঙ্গ-সংগঠনের আয়োজনে শোক র‌্যালি ও কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ অক্টাবর) সকাল ১১ টার দিকে ভোলা মহাজনপট্রিস্থ দলীয় কার্যালয় থেকে এ শোক র‌্যালি ও কালো পতাকা মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃব্য রাখেন ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সহ-সভাপতি আলহাজ্ব রাইসুল আলম , সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রমূখ।

এ সময় শোক র‌্যালি ও কালো পতাকা মিছিলে ভোলা পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আখন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, কবির হোসেন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা শ্রমিকদলের সভাপতি মানিক, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) তানভির তালুকদার, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি জামিল হোসেন অদুদ, সেচ্ছাসেবক দলের সহ- সভাপতি রবিন চৌধুরী,সাধারণ সম্পাদক খন্দকার আল-আমীন, ভোলা জেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মো. জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সহ- সভাপতি এমদাদ হোসেন, মো. ইসরাফিল, যুগ্ন সম্পাদক নিয়াজ মিয়াজি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ ভোলা জেলা বিএনপি,সদর থানা বিএনপি, পৌরসভা বিএনপি ও সহযোগি অঙ্গ- সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার