Top
সর্বশেষ

পিরোজপুরে বাল্যবিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত

১০ অক্টোবর, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ
পিরোজপুরে বাল্যবিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে ব্র্যাকের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয় শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ।

অন্যাান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিক রাজনীতি ও সংস্কৃতি নেতৃবৃন্দ। এ সময় বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রম সম্পর্কে আলোচনা সহ বাল্যবিবাহ প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করা হয়।

 

শেয়ার