Top

কুয়াকাটায় ‘লংফিন ব্যাট ফিস’ উদ্ধার

১০ অক্টোবর, ২০২২ ৬:৫৫ অপরাহ্ণ
কুয়াকাটায় ‘লংফিন ব্যাট ফিস’ উদ্ধার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে একটি ‘লংফিন ব্যাট’ নামের মাছ। এটির ওজন ৩ কেজি ৭৫০ গ্রাম। এর বৈজ্ঞানিক নাম প্লাট্যাক্স টেইরা।

শনিবার রাত ১১টায় কুয়াকাটা সৈকতের কাওসার নামের এক ফ্রাই ব্যবসায়ীর দোকানে এ মাছটির দেখা মেলে।

এসময় মাছটি এক নজর দেখতে ভীড় জমায় পর্যটকরা। রবিবার বেলা ১০টার দিকে মাছটি ৩ হাজার টাকায় কিনে নেয় এক পর্যটক। তবে এ মাছ সচরাচর দেখা যায়না বলে জানিয়েছে সৈকতের তীরে ফ্রাই ব্যবসায়ীরা।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছটির প্রধান নাম ‘লংফিন ব্যাট ফিস’। এটি টেইরা ব্যাটফিস, লংফিন স্প্যাডফিশ বা গোলাকার মুখে ব্যাটফিশ নামেও পরিচিত। এটির দৈর্ঘ্যে ৬০ সেন্টিমিটার পর্যন্ত আকারে বৃদ্ধি পেতে পাওে বলে তিনি জানান।

শেয়ার