Top
সর্বশেষ

শাহরাস্তিতে সামাজিক সংগঠন স্বপ্নযাত্রা’র নতুন কমিটি গঠন

১১ অক্টোবর, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ
শাহরাস্তিতে সামাজিক সংগঠন স্বপ্নযাত্রা’র নতুন কমিটি গঠন

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় স্বপ্নযাত্রা সামাজিক সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে কামরুজ্জামান আল সাইমনকে সভাপতি ও মাহমুদুল হাসান মিরণকে সাধারণ সম্পাদক করা হয়েছে। প্রধান উপদেষ্টা মোসাদ্দেক হোসেন জুয়েল স্বাক্ষরিত কমিটি গত ৭ই অক্টোবর সংগঠনের নিজস্ব প্যাডে প্রকাশ করা হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে ৩ জনকে রাখা হয়েছে। তারা হলেন- মেহেদী হাসান পলাশ, জুয়েল মুন্সী, ইয়াসীন আরাফাত। এছাড়া যুগ্ম সম্পাদক পদে মোঃ সাগর, মোঃ হিরণ, মোঃ নাছির শেখ, সহ- সম্পাদক হিসেবে মোঃ হাসান মোরশেদ শান্ত, মোঃ রিপন শেখ, মোঃ পাবেল, মোঃ আবু সালেহ শাকিল শেখকে রাখা হয়েছে।

সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল আহম্মেদ, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল, মোঃ রাব্বি মুন্সী, কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক ফাহিম রায়হান, সহ প্রচার সম্পাদক মোঃ নাহিদ আহসান, দপ্তর সম্পাদক মোঃ রাশেদ, ক্রীড়া সম্পাদক মোঃ হারেজ, সাংস্কৃতিক সম্পাদক- মোঃ আল আমিন হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শাহিদুর রহমান অন্তু, কার্যকরী সদস্য মোঃ ফয়সাল, মোঃ হাসান, মোঃ আজিজ, মোঃ সচিনকে রেখে কমিটি ঘোষণা করা হয়েছে।

স্বপ্নযাত্রার প্রধান উপদেষ্টা মোসাদ্দেক হোসেন জুয়েল বলেন, সামাজিক সংগঠন স্বপ্নযাত্রা’র পথশুরু ২০২০ সালে। সংগঠনটি তার নেতৃত্বদের মাধ্যমে সামাজিক কাজে অগ্রণী ভূমিকা রাখছে। সামনের দিনগুলোতেও বর্তমান নেতৃত্ব তাদের অবস্থানকে কাজে লাগিয়ে সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এটাই কামনা করি।

শেয়ার