Top
সর্বশেষ

নোয়াখালীতে ডিপ্লোমা পড়ুয়া ছাত্রকে হত্যার ঘটনায় আটক ৪

১১ অক্টোবর, ২০২২ ৪:২২ অপরাহ্ণ
নোয়াখালীতে ডিপ্লোমা পড়ুয়া ছাত্রকে হত্যার ঘটনায় আটক ৪
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী জেলা শহর মাইজদীতে কামরুল হাসান যোবায়ের (১৮) নামের এক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় তিন ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে পুলিশ তাৎক্ষণিকভাবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে।

আটক চারজনের মধ্যে দুইজন কিশোর ও অন্য দুইজন তরুণ। দুই তরুণ হলেন চন্দ্রপুর গ্রামের বাদশা আলমের ছেলে বোরহান উদ্দিন ওরফে রাকিব (২২) ও আশরাফুল ইসলাম ওরফে পিয়াস (১৯)। আটক দুই কিশোর একই এলাকার বাসিন্দা।

জেলার পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের ছয় ঘণ্টার মধ্যে থানা ও জেলা পুলিশের একাধিক দল তাৎক্ষণিকভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একে একে চারজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুর নাগাদ আদালতে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গতকাল মাগরিবের নামাজের পর আরাফাত হোসেন ওরফে লাদেন নামের এক সহপাঠী যোবায়েরকে ফোন করে বাসা থেকে ডেকে নেন। কিছুক্ষণ পর বাসা থেকে আনুমানিক ১০০ গজ দূরে সড়কের ওপর রক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁর ভাই বাসায় এসে যোবায়েরের কথা জিজ্ঞেস করেন। তখন তাঁরা ফোন দিয়ে জোবায়েরের মুঠোফোন বন্ধ পান। পরে আশপাশের লোকজনের কাছ থেকে শোনেন তাঁর ছেলেকে কয়েকজন তরুণ ছুরিকাঘাত করেছেন।

কামরুল জেলার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদিনগর গ্রামের কামাল হোসেনের ছেলে। শহরের চন্দ্রপুর এলাকার একটি ভাড়া বাসায় তাঁরা থাকেন। কামরুল শহরের সোনাপুর এলাকার আইডিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

শেয়ার