Top

হাজীগঞ্জে ঝুঁকি নিয়ে চলছে ১২টি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস

১১ অক্টোবর, ২০২২ ৪:৩৯ অপরাহ্ণ
হাজীগঞ্জে ঝুঁকি নিয়ে চলছে ১২টি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ১৫৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২টি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাবে পাঠ দান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

জানা যায়, দীর্ঘ দিন যাবৎ বিদ্যালয় গুলোর সংস্কার না করায় ভবনগুলো ব্যবহারের অনোউপযোগী হয়ে যাওয়ার কারণে সেগুলোতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বিগত দিনে জরাজীর্ণ ভবনে পাঠদান করতে গিয়ে একাধিক স্থানে দুর্ঘটনাও ঘটেছিল বলে জানা যায়। তাই কতৃপক্ষের পক্ষ থেকে সেগুলো পরিত্যক্ত ঘোষণা করার কারনে শ্রেনী কক্ষের সংকট দেখা দিয়েছে। শিক্ষকরা উপায়ান্তর না পেয়ে বিকল্প অন্য ভবনের কক্ষগুলো’কে ছোট করে কক্ষ সংখ্যা বৃদ্ধি করে পাঠদান অব্যাহত রেখেছেন।

এতে করে শিক্ষার্থীদের গাদাগাদি করে পাঠদান করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা গেছে, নতুন ভবন পাবার আশায় পুরোনো ভবন ভেঙে ফেলায় সে সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঠিক ভাবে পাঠ দান করা যাচ্ছে না।

সমস্যা বহুল বিদ্যালয় গুলো হলো, ১নং রাজারগাও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়,২নং বাকিলা ইউনিয়নের গোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীপুর ১৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫নংসদর ইউনিয়নের মাতৈন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯নং গন্ধব্যপুর ইউনিয়নের মালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০নং গন্ধব্যপুর ইউনিয়নের হোটনী সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যতম।

বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটি ও শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, বিগত বছরগুলোতে করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের সংখ্যা কম থাকায় ক্লাস চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে। কিন্তু নতুন শিক্ষাবর্ষ শুরু হলে কিভাবে শিক্ষার্থীদের কার্যক্রম চালিয়ে যাব তা নিয়ে এখন বিপাকে রয়েছে। তাই জরুরী ভিত্তিতে বিদ্যালয় গুলোর নতুন ভবন নির্মাণের জন্য জোর দাবী জানান সংশ্লিষ্টরা।

 

 

শেয়ার