Top
সর্বশেষ

নোয়াখালীর মেঘনা নদীতে লবণ বোঝাই ট্রলার ডুবি

১১ অক্টোবর, ২০২২ ৬:২১ অপরাহ্ণ
নোয়াখালীর মেঘনা নদীতে লবণ বোঝাই ট্রলার ডুবি
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এম ভি বাহার নামের একটি লবণ বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ৭ মাঝি মাল্লাকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা।

মঙ্গলবার দুপুরে উপজেলার সুখচর ইউনিয়নের মৌলভীর চর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনার কবলে পড়া ট্রলারের নাবিক আতিকুল ইসলাম জানান, ৬শত মন লবণ নিয়ে চট্টগ্রাম থেকে ঝালকাঠি যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে তাদের ট্রলারটি। দুপুরে হাতিয়ার মেঘনা নদী হয়ে যাওয়ার সময় ডুবো চরে আটক পড়ে জোয়ারের কবলে পড়ে উল্টে যায় ট্রলারটি। এসময় ট্রলারে থাকা ৭ মাঝি মাল্লা নদীতে ভাসতে থাকে। পরে নলচিরা-চেয়ারম্যান ঘাট রুট দিয়ে যাওয়ার সময় সি-ট্রাক থেকে বিষয়টি দেখতে পেয়ে ঘাটে অবগত করলে একটি স্পিডবোট ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় ওই ৭জনকে উদ্ধার করে। তবে ট্রলারটি জোয়ারের স্রোতে সম্পূর্ণ ডুবে যাওয়ায় তা আর উদ্ধার করা সম্বভ হয়নি।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন ট্রলার ডুবির বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার